বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নিয়ম রক্ষার ম্যাচে বিকেলে মুখোমুখি ভারত-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারত-আফগানিস্তানের আজ মঙ্গলবারের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। কারণ সুপার ফোরে প্রথম দুটি ম্যাচ জিতে ভারত ফাইনালে উঠে গেছে আগেই। আবার আফগানিস্তান পরপর দুটো ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ফাইনালের আগে আজ রশিদ খানদের বিরুদ্ধে স্কোয়াডের বাকিদের সুযোগ দিতে চান অধিনায়ক রোহিত শর্মা। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করা লোকেশ রাহুলকে এখনও সুযোগ দেওয়া যায়নি। চোট সারিয়ে ফেরা মনীশ পান্ডেকেও খেলানো হয়নি। রাহুল, মনীশকে আজ আফগান ম্যাচে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। তবে দুটো সেঞ্চুরি করে টুর্নামেন্টে সর্বাধিক রানসংগ্রহকারী শিখর ধাওয়ান বিশ্রামে যেতে চাইছেন না।

রায়াডুকেও বিশ্রাম দেওয়ার জায়গা নেই। তাই হয়তো দীনেশ কার্তিক, কেদার যাদবকে ফাইনালের জন্য তুলে রেখে রাহুল, মনীশকে খেলানো হবে।

বুমরাকে বিশ্রাম দেওয়া হবে সেটা নিশ্চিত। ভুবনেশ্বর কুমারকেও হয়তো একেবারে ফাইনালে খেলানো হবে। পেস আক্রমণে তাই হংকং ম্যাচে অভিষেক হওয়া খলিল আহমেদ, শার্দুল ঠাকুরের জায়গায় আসা সিদ্ধার্থ কউল, অক্ষর প্যাটেলের জায়গায় আসা পেসার দীপক চাহারকে দলে আনা হবে। টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারত ফাইনালের আগে দলের ছন্দ বজায় রাখতে চাইছেন। অন্যদিকে, সুপার ফোরে পরপর দুটো ম্যাচ হেরে বিদায় নেওয়া আফগানরা দেশে ফেরার আগে অঘটন ঘটাতে চাইছে।

বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

ভারতকে হারাতে যা করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশকে সমর্থন দিলেন জুনিয়র মুশফিক

ফিরে দেখা বাংলাদেশের প্রথম এশিয়া কাপ ফাইনাল

‘যারা পাকিস্তানের নাম শুনেই হেরে যেত, তারাই এখন স্পর্ধা দেখাচ্ছে’

প্রধানমন্ত্রী ফোন দিয়ে যা বললেন মাশরাফিকে

যে কথাতে সাকিব-তামিমের অভাব ভুলে উজ্জীবিত বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত

ওয়ানডে ক্রিকেটের পাঁচটি স্মরণীয় ৯৯

পাকিস্তান মাশরাফির যে ১০ কৌশলে ধরাশায়ী হয়েছে