বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক:‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং অজ্ঞাত কারণে অনেকদিন বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। গত ২৬ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ছবিটির মহরতের পরে কিছুদিন শুটিং হয়েছিল।

আজ (মঙ্গলবার) আবার সেই সিনেমার শুটিং হয়েছে এফডিসিতে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। ছবির পরিচালক শাহীন সুমন এ তথ্য জানিয়েছেন।

তবে ছবিটির নাম ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ পরিবর্তন হয়ে ‘কমান্ডো’ হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে  শাহীন সুমন বললেন, ‘নাম এবং গল্প দুটোই পরিবর্তন করা হয়েছে। কমান্ডো নাম নাও থাকতে পারে। এখনও কিছুই ঠিক করিনি।

শাকিব খানকে নিয়ে এরআগে মনে বড় কষ্ট, জন্ম তোমার জন্য, সমাধি, সন্তান আমার অহংকার, লাভ ম্যারেজ-এর মতো সুপারহিট ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন। বিরতি ভেঙে আবার কাজ করছেন শাকিব খানের সঙ্গে, তবে নায়িকা হিসেবে বুবলীকে নিয়ে তার প্রথম কাজ।

শাকিব খানের বিষয়ে শাহীন সুমন বলেন, শাকিবের সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো। সে আমাকে অনেক পছন্দ করে। সেও আমার প্রিয় একজন মানুষ। আমরা একসঙ্গে অনেক ছবি উপহার দিয়েছি। আশাকরি আবারও দিতে পারবো।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির প্রথম লটের শুটিং টানা ২০ দিন ধরে চলবে বলে জানান ছবির পরিচালক।

বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান এসব ছবিতে সফল জুটি হিসেবে শাকিব-বুবলী দর্শক টেনেছেন। আজ থেকে তারা শুরু করলেন নতুন আরও এক ছবি।