শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বিএনপির ২ শতাধিক নেতাকর্মী এখন আ.লীগে

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় জাফর আলম তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কফিল উদ্দিন বলেন, ‘বমুবিলছড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও যুবদলের সহ-সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও যুবদলের অন্তত ২ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নাসির উদ্দিন নামে একজন বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন দেখেই আমার সঙ্গে ইউনিয়ন বিএনপি ও যুবদলের অন্তত দু’শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা এতদিন ভুল রাজনীতি করে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এতদিন স্রোতের বিপরীতে রাজনীতি করেছি। তাই শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বলেন, ‘আওয়ামী লীগে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নন। তারা বিএনপির সমর্থক। সুবিধার জন্য তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, ‘ফুল দিয়ে আমি তাদের বরণ করে নিয়েছি। আওয়ামী লীগের উন্নয়নের চিত্র দেখেই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এসব নেতাকর্মীরা আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে সদস্য হওয়ার পর তাদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আস্তে আস্তে সবাই ভুল বুঝতে পারবে। এতদিন ধরে তারা যে অন্ধকারে ডুবে ছিল, তারা আজ তা বুঝতে সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান আহমদ প্রমুখ।