বৃহস্পতিবার, ১১ই অক্টোবর, ২০১৮ ইং ২৬শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  প্রাইভেটকারে থেকে দুই মণ গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল  একটি প্রাইভেটকারের পিছু নেয়। এসময় কামালপুর গ্রামের জনৈক কেনু মিয়ার বাড়ির সামনে মাদক পাচারকারীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।
পরে  প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৭৮ কেজি গাঁজা উদ্ধা র করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘মোকতাদির চৌধুরী এমপি’র চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুবান্ধব প্লাটফর্ম-এর কার্যক্রম শুরু

আশুগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ জড়িত সকলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত

নাসিরনগর ডিগ্রি কলেজকে জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকের বিদায় ও বরণ অনুষ্ঠান

ব্রাহ্মবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও  পরকীয়া প্রেমিকসহ ৪ জনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬শতাধিক মন্ডপে দুর্গাপূজা, চলছে শেষ সময়ের সাজসজ্জা

উন্নয়ন মেলায় গাইতে এসে হামলার শিকার চিশতি বাউল

সিআইডির অভিযোগপত্রে বাদীর নামই ভুল!