শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ফুটবল দলগুলো। ক্লাবের ব্যস্ত সূচির ফাঁকে ফুটবলাররা সময় দিচ্ছেন নিজ দেশের হয়ে। আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের পর আর্জেন্টিনা মাঠে নেমেছে দুটি ম্যাচে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

দলের সেরা তারকা মেসি নিজেকে গুটিয়ে রেখেছেন জাতীয় দল থেকে। ইতিমধ্যে কোচ লিওনেল স্কালোনি একাদশও ঠিক করে ফেলেছেন। জুভেন্টাসের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দিবালাকে নিয়েই সাজিয়েছেন একাদশ।

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সার্জিও রোমেরোও আছেন একাদশে। এ ছাড়া বিশ্বকাপ দলে না থাকা মাউরো ইকার্দি মূল একাদশে না থাকলেও আছেন দলে। ইরাকের বিপক্ষে মাঠে নামতে পারেন ইকার্দিও।

রাশিয়া বিশ্বকাপের পর দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে এ দুটি ম্যাচে একটিতে জয় পেলেও আরেকটিতে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় আলবিসিলেস্তেদের। গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

আগামী সপ্তাহেই আবার প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। সৌদি আরবেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আর্জেন্টিনা একাদশ : সার্জিও রোমেরো, ফ্যাব্রিকো বুস্তোস, জার্মান পাজেলা, রামিরো মোরি, মার্কোস আকুনা, ম্যাক্সিমিলানো মেজা, ফ্রাঙ্কো ভাজকুয়েজ, পাউলো দিবালা, লাউতারো মার্টিনেজ, রদ্রিগেজ ডি পল।

এ জাতীয় আরও খবর

যেখানে কোহলির চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ-মুশফিক

ছোটদের অলিম্পিক হকিতে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

অল্পের জন্য রক্ষা পেল বিশ্ব চ্যাম্পিয়নরা

বার্সেলোনার হতাশা বাড়াচ্ছেন আলকাসের

রোনালদোর অভাব টের পেতে দেননি সিলভারা

ব্রাজিলকে বার্তা দিল আর্জেন্টিনা

নিখোঁজ খাসোগিকে নিয়ে বিপদে ট্রাম্প

দৃষ্টিনন্দন হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল আজ