বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সিইসির বিলাসবহুল ‘বিএমডব্লিউ’

নির্বাচনের আগে পরিবহন পুল থেকে একটি বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার (১৪ অক্টোবর) বিকালে ইসি কার্যালয়ে সিইসির নিকট এই গাড়িটি হস্তান্তর করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সিইসির একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল গাড়িটি প্রধান নির্বাচন কমিশনার গ্রহণ করেন।’

ইসি সূত্রে জানা যায়, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ বিএমডব্লিউ ঢাকা মেট্রো ভ- ১১-১৯৬৬ নম্বরের গাড়িটি সিইসির কাছে হস্তান্তর করেন।

সিইসি এর আগে একটি জিপ ও একটি প্রাইভেট কার ব্যবহার করতেন। প্রায় এক বছর আগে পরিবহন পুলের কাছে নতুন একটি গাড়ি চান নূরুল হুদা। সেই পরিপ্রক্ষিতে এই গাড়িটি দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরো বিনিয়োগ করতে হবে : রাষ্ট্রপতি

রাজধানীতে মধ্যরাতে তরুণীকে হেনস্তা, ২ পুলিশ সদস্য বরখাস্ত

কাঁদলেন সেই শিক্ষক শ্যামল কান্তি

খালেদার সাজা বাড়িয়ে যাবজ্জীবন চায় দুদক

ইসির কাছে ৫ দাবি নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি

নির্বাচনকালীন মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর

রাষ্ট্রপতির কাছে সেনা চাইবে ইসি

প্রেসক্লাবে রাতের অন্ধকারে শিক্ষকদের ওপর বেপরোয়া লাঠিচার্জ!

ব্যারিস্টার মইনুলকে আজ আদালতে তোলা হচ্ছে