বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে বন্ধ ইউটিউব

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে বন্ধ রয়েছে ইউটিউব। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৪ মিনিটের পর থেকে সাইটটি বন্ধ দেখাচ্ছে। এসময় কম্পিউটারের ডেস্কটপ থেকে ইউটিউবে প্রবেশ করলে সাইটের বিভিন্ন ক্যাটাগরি দেখা গেলেও কোনও ভিডিও দেখতে পারছেন না ব্যবহারকারীরা। স্মার্টফোনেও একই অবস্থা দেখা গেছে।

এই সমস্যা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে বলে জানিয়েছে দ্য সান। ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীরা আলোচনা শুরু করে। এরপর সেটা নজরে আসে কর্তৃপক্ষের। গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে তারা।

এক টুইট বার্তায় ইউটিউব বলে, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা সম্পর্কে আমাদের জানানোয় ব্যবহারকারীদের ধন্যবাদ। সমস্যা সমাধানে কাজ করছি, সমাধান হওয়ার পর আপনাদের জানিয়ে দেয়া হবে। এই অসুবিধার জন্য দুঃখিত।

ইউটিউব বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন অনেক ব্যবহারকারী। তারা কেউ মজা করেছেন আবার কেউবা হতাশা প্রকাশ করেছেন। এ সম্পর্কে এক ইউটিউব ব্যবহারকারী টুইটার বার্তায় জানান, ইউটিউব বন্ধ। তার মানে এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে।

এ জাতীয় আরও খবর

যেসব রোগ বাড়ছে মোবাইলের কারণে

পপির নতুন অভিজ্ঞতা

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীপিকার সম্পর্ক ফাঁস!

হিমালয়ান ‘ভায়াগ্রা’ নিয়ে চীন-নেপাল মারামারি! দাম সোনার তিনগুণ!

এবার রব-কামালের সঙ্গে তসলিমার ফটোশপ করা ছবি!

সৌদি যুবরাজের আছে ভয়ঙ্কর খুনি বাহিনী ‘টাইগার স্কোয়াড’!

ক্রিকেট ওভাবে হয় না, মাশরাফির এক জবাব

খালেদার সাজা বাড়িয়ে যাবজ্জীবন চায় দুদক

ব্যারিস্টার মইনুল কারাগারে