বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

দোয়া চাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে

বাবার জন্য দোয়া চেয়েছেন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার। বাবাকে হারিয়ে নির্বাক আহনাফ তাজওয়ারের মুখ দিয়ে বেড়িয়েছে সেই একটি কথাই, ‘বাবার জন্য দোয়া করবেন। জীবদ্দশায় কোনো ভুল করে থাকলে বাবাকে ক্ষমা করে দেবেন।’

শনিবার বেলা ১২ টার দিকে নগরের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরিবারে পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন তার মামা আব্দুল হালিম লোহানী। সেখানেই এসব কথা বলেন আহনাফ।

এদিকে প্রিয় শিল্পীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে হাজির হন হাজারো ভক্ত। পূর্ব মাদারবাড়ির বালুর মাঠে এ জন্য করা হয়েছে প্যান্ডেল। দুপরে ১টা থেকে ৩টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর কফিন এই প্যান্ডেলে সর্বসাধারনে জন্য রাখা হয়েছে। পরে বিকেলে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ইউএস বাংলার একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় মগবাজারে তার স্টুডিও ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর মরদেহ নেয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে খোলা হয়েছে শোক বই। শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ শোক বই খোলা হয়। এরপর থেকে তার ভক্তরা লাইন ধরে শোক বইয়ে বিভিন্ন আবেগঘন মন্তব্য লিখছেন।

এ জাতীয় আরও খবর

শুটিংয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, জানালেন আলিয়ার মা

সিনেমায় ফিরছেন ‘ভণ্ড’ সিনেমার নায়িকা তামান্না

একই দিনে তাদের রিসেপশন পার্টি

তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করবেন রাখি!

‘সিআইডি’র ২১ বছরের যাত্রা তবে কী শেষের পথে?

আবারও সিনেমা প্রযোজনা করবেন জয়া

পপির নতুন অভিজ্ঞতা

মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

ক্যানসারে আক্রান্ত সোনালির নতুন লুক