রবিবার, ১৪ই জুলাই, ২০১৯ ইং ৩০শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এক সাম্প্রদায়িক দাঙ্গায় নাইজেরিয়ায় ৫৫ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্যের কাসুওয়ান মাগানি শহরের একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কাদুনা রাজ্যের পুলিশ কমিশনার বলেছেন, ওই সহিংসতার পর ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনার পর শহরজুড়ে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

নাইজেরিয়া প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় লিখেছেন, এ ধরনের তুচ্ছ ঘটনায় দেশটিতে প্রায়শ সহিংতার ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করেন প্রেসিডেন্ট বুহারি।

প্রেসিডেন্ট বলেছেন, বিভিন্ন গ্রুপের মধ্যে ভারসাম্য ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মানুষজনকে সহনশীলতার ব্যাপারে উৎসাহ দিতে কমিউনিটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কোনও একটি দ্বন্দ্ব সহিংতায় রূপ নেয়ার আগে তা বন্ধেও কমিউনিটি নেতাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারি।

এ জাতীয় আরও খবর

‘ভয় দেখিয়ে’ যুবদল নেতার স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা

সিঁদূর পরলেও আমার ঈমান ঠিক আছে : নুসরাত

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

ভুল করেছি কিন্তু টাকা ছাড়ব না

বিশ্ব চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান

ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন জিএম কাদের

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজেই ছুটে যেতেন এরশাদ

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন

সিলেটে কামাল হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি

ছয় মাসেই শেষ ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড!