রবিবার, ১৪ই জুলাই, ২০১৯ ইং ৩০শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

সেই প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় গলা কেটে হত্যা চেষ্টায় আহত প্রবাসী যুবক ফখরুল ইসলাম (২৮) মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। আহত হওয়ার দুইদিন পর মারা যান তিনি।

শনিবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান ফখরুল।

জানা গেছে, নিহত ফখরুল ইসলাম রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখিল এলাকার হালদার খান চৌধুরী বাড়ির তাজুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে নিহত ফখরুলের সাবেক স্ত্রী উম্মে হাবিবা মায়া ও তার মা রাশেদা আকতার রাউজান পৌর এলাকার ভাড়া বাসায় ফখরুল
ইসলামকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। তারা ফখরুলকে মৃত ভেবে গ্যাস সিলিন্ডারে আগুন
লাগিয়ে ফখরুল আত্মহত্যা করেছে বলে প্রচার চালানোর চেষ্টা করে।

কিন্তু, স্থানীয়রা গুরুতর জখম ফখরুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। আহত হওয়ার পর দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বিদেশে থাকাকালীন তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্বামী ফখরুল ইসলামকে তালাক দেয় স্ত্রী উম্মে হাবিবা মায়া (১৯)।

সম্প্রতি ফখরুল দেশে আসার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিজেদের বাড়িতে ডেকে নেয় সাবেক স্ত্রী হাবিবা। সেখানে খাটের উপর ফেলে স্ত্রী ও শাশুড়ি মিলে ফখরুলকে গলা কেটে জবাই করে হত্যার চেষ্টা চালায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে রক্তাক্তবস্থায় বাসার ছাদে ফেলে রেখে বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে প্রচার করতে থাকে ফখরুল আত্মহত্যার চেষ্টা করেছে।

এদিকে আগুনের খবর শোনা মাত্র প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পায় ঘরের সিড়িতে রক্তের দাগ। তখন তারা সে রক্তের চিহ্ন ধরে বাড়ির ছাদে গিয়ে দেখতে পায় গলাকাটাবস্থায় ফখরুল ছটফট করছে। এ সময় প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ খবর পেয়ে পুলিশ ওই দিন রাতেই আহত ফখরুলের শাশুড়ি রাশেদা আকতার ও স্ত্রী উম্মে হাবিবা মায়া কে গ্রেফতার করে।

এ ব্যাপারে রাউজান থানার উপ-পরিদর্শক নূর নবী জানান, ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ফখরুলের শাশুড়ি রাশেদা আকতারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘ভয় দেখিয়ে’ যুবদল নেতার স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা

সিঁদূর পরলেও আমার ঈমান ঠিক আছে : নুসরাত

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

ভুল করেছি কিন্তু টাকা ছাড়ব না

বিশ্ব চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান

ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন জিএম কাদের

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজেই ছুটে যেতেন এরশাদ

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন

সিলেটে কামাল হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি

ছয় মাসেই শেষ ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড!