রবিবার, ১৪ই জুলাই, ২০১৯ ইং ৩০শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

জীবিত শিক্ষামন্ত্রীকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ফেসবুক বন্ধুদের আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর তার অ্যাকাউন্ট রিমেম্বারিং করার নিয়ম থাকলেও জীবিত অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামের অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে আইডিটি রিমেম্বারিং দেখা যাচ্ছে।
নুরুল ইসলাম নাহিদের নামের ওই অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, ওই অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করা হয়েছে। অ্যাকাউন্টে ৫১ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। রোববার বিকাল পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময়ও অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ রয়েছে।

অ্যাকাউন্টির লিংক: https://www.facebook.com/Nahid1971?lst=100003452397028%3A100014592635431%3A1540110664
জানা গেছে, কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হলে নতুন করে কেউ লগইন করতে পারেন না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না, ফলো বা মেসেজও করতে পারেন না। একইসঙ্গে সেই অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার কোনো সুযোগ থাকে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়।

তবে আগে থেকে যারা সেই আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার থাকেন, তারা আইডির আগের সব তথ্য এবং ছবি দেখতে পারবেন। অন্যরা পাবলিক করা তথ্য ও ছবিগুলো দেখতে পারবেন।
জীবিত অবস্থায় শিক্ষামন্ত্রীর অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার আফরাজুর রহমান বলেন, উনার একটা আইডি আছে। আপনি যে তথ্যটা দিয়েছেন আমি জানি না, আমি একটা প্রোগ্রামে। তাই আমি বলতে পারব না।
তিনি আরো বলেন, তার অনেকগুলো ফেইক আইডি অনেকেই করেছে, এটাই সে ফেক আইডি কি না সেটাও আমি বলতে পারব না।
সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘ভয় দেখিয়ে’ যুবদল নেতার স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা

সিঁদূর পরলেও আমার ঈমান ঠিক আছে : নুসরাত

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

ভুল করেছি কিন্তু টাকা ছাড়ব না

বিশ্ব চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান

ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন জিএম কাদের

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজেই ছুটে যেতেন এরশাদ

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন

সিলেটে কামাল হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি

ছয় মাসেই শেষ ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড!