শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

জাগপা সভাপতি আর নেই

নিউজ ডেস্ক : ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্তিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

তিনি বলেন, রেহেনা প্রধান ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার হঠাৎ করে বাসায় অসুস্থতাবোধ করলে তাকে কেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।

রেহেনা প্রধান এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিণী রেহানা প্রধান ১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হন। যুগান্তর