বৃহস্পতিবার, ২৫শে অক্টোবর, ২০১৮ ইং ১০ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

২৮ অক্টোবর থেকে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে ২৮ অক্টোবর রবিবার ভোর ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়েছে। এই আইনে শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে।

শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়, আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে আন্দোলন ছাড়া কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই।

এই আইনের ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বিডি প্রতিদিন