শুক্রবার, ৯ই নভেম্বর, ২০১৮ ইং ২৫শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

৩ শতাধিক গাড়ি নিয়ে রাস্তায় স্বাশিপ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইল উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরতে প্রায় তিন শতাধিক গাড়িবহর নিয়ে রোড শো করেছেন জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। শনিবার দুপুরে জেলার আশুগঞ্জ থেকে সরাইল উপজেলা পর্যন্ত রোড শো করেন তিনি।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক সাজু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলার শরীয়তনগরস্থ নিজ বাসভবনের সামনে জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার নেতৃত্বে রোড শো শুরু হয়। রোড শো’টি আশুগঞ্জ গোলচত্বর হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সরাইল উপজেলার শাহবাজপুর এসে শেষ হয়। এতে ৬০টি মাইক্রোবাস, ৫০টি মোটরসাইকেল, ২০০টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০টি পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় সাজু আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পথচারী ও ভোটারদের মধ্যে তুলে ধরে আগামী নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু কালিকচ্ছ এলাকায় পথসভায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আমি যদি মনোনয়ন পাই তাহলে আওয়ামী লীগের হাত ছাড়া হয়ে যাওয়া সরাইল-আশুগঞ্জ আসনটি পুনরুদ্ধার করে শেখ হাসিনাকে উপহার দিবো।

এ সময় অন্যান্যের মধ্যে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. হানিফ মুন্সী, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মো. মাহবুবুর রহমান, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের মহড়া

আল্লামা আহমদ শফীকে ব্যঙ্গ করে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে আশুগঞ্জে যুবলীগের পরার্মশ সভা অনুষ্ঠিত

আখাউড়ায় নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে কৃষকরা ভাল আছে : এড.জিয়াউল হক মৃধা এমপি

ইসলাম উদ্দিনের সমর্থনে নাসিরনগরে ইসলামী ফ্রন্টের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নবীনগরে মাদক ও সন্ত্রাসকে লাল কার্ড দেখালেন গ্রামবাসী

গোষ্ঠীগত সংর্ঘষে নবীনগরের গৌরনগর এখন আতঙ্কের জনপদ !

২ হাজার ২৬৪ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার ১২ টি প্রকল্পের উদ্বোধন