সোমবার, ১৯শে নভেম্বর, ২০১৮ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে গ্রেপ্তার বর্তমান সরকারের এক ঘৃণ্য অপকর্ম। এই সরকারের হাত থেকে নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আগ্রাসী থাবায় মহিলা নেত্রীদেরকে চরম জেল-জুলুমের শিকার হতে হচ্ছে। সেদিন খুবই নিকটবর্তী যেদিন বর্তমান ভোটারবিহীন সরকারের অপশাসনের মুলোৎপাটন ঘটবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের কারাগারগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। পাইকারীভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী পথ অবলম্বন করে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশকে বিএনপিশূন্য করাই যেন আওয়ামী শাসকগোষ্ঠীর এখন প্রধান লক্ষ্য। এ জন্য আওয়ামী শাসকগোষ্ঠী সমগ্র দেশটাকে বন্দীশালায় পরিণত করেছে।’ এ সময় মির্জা ফখরুল অবিলম্বে নিপুণ রায় এবং আরিফা সুলতানার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর