সোমবার, ১৯শে নভেম্বর, ২০১৮ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

‘ভাবনা’র পরিবেশনায় শুরু ঢাকা ফোক ফেস্ট

বিনোদন ডেস্ক : রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের চতুর্থ আসর।

তিন দিনব্যাপী উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নৃত্যদল ভাবনার পরিবেশনায় শুরু হয়েছে আয়োজন।

অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগেই সন্ধ্যা ৬টায় নিবন্ধিত দর্শনার্থীদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়। এরপর আয়োজনস্থলে জায়গা নেন দর্শনার্থীরা।

‘ভাবনা’ তাদের দ্বিতীয় গান ‘হেই হেই’ পরিবেশন শুরু করলে স্টেডিয়ামজুড়ে করতালি বাজতে থাকে। তাদের পরিবেশনার পর শুরু হয় লোকশিল্পী আবদুল হাই দেওয়ানের মনোমুগ্ধকর পরিবেশনা।

এদিন আরও পরিবেশনায় থাকছেন সত্যকি ব্যানার্জি (ভারত), দিকান্দা (পোল্যান্ড) এবং ওয়াদালি ব্রাদার্স (ভারত)। ফেস্ট চলবে রাত ১২টা পর্যন্ত। সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি শেষ হবে ১৭ নভেম্বর।