শুক্রবার, ২৩শে জুন, ২০১৭ ইং ৯ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে যেতে চাই : শাকিব

AmaderBrahmanbaria.COM
জুন ২১, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এই ঈদের পর রয়েছে ঈদুল আজহা, সে সময়েও মুক্তি পাবে তাঁর ছবি। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। গত রোববার সকালে তিনি ‘রংবাজ’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। সকালে বাংলাদেশের তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বিকেলে সংবাদ সম্মেলন। এর পরের দিন গতকাল সোমবার রাত ৮টায় তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘চালবাজ’-এর শুটিং করবেন।

লন্ডন যাওয়ার আগে শাকিব খান বলেন, ‘আমি কাজের মধ্যে থাকতে চাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে চাই। কাজ করে যা শিখব তা দেশের চলচ্চিত্রে ব্যবহার করতে চাই। এখন বিশ্রাম করার সময় নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে যাওয়ার সময়। আমি সবাইকে বলব, চলুন আমরা সবাই মিলে কাজ করি, যে কাজ নিয়ে সবাই গর্ব করবে।’

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে এই ঈদে মুক্তি পাবে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’। ছবিটি নিয়ে শাকিব বলেন, ‘আমি আশা করেছিলাম এই ছবি দেখার পর যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি আমাকে প্রশংসাপত্র দেবে। কারণ এই ছবির গল্পে আমি বাংলাদেশি একটি চরিত্রে কাজ করেছি। ছবিতে দেশের পুলিশকে অনেক পজেটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। ছবিটি পৃথিবীর অনেক দেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। শাকিব খান এই ছবিতে বাংলাদেশকে তুলে ধরবে। এখানে অন্য দেশের নায়ক হলে তার দেশের সুনাম হতো। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো কিছু করতে, যা দিয়ে বিশ্ব দরবারে অবস্থান নেওয়া যায়।’

শাকিব আরো বলেন, ‘এক সময় কলকাতায় আমাকে কেউ চিনত না, আর এখন মাত্র একটি ছবি মুক্তি পাওয়ার পর আমাকে সবাই প্রথম সারিতে চিন্তা করছেন। কমার্শিয়াল ছবিতে আমাদের একটা অবস্থান তৈরি হচ্ছে। যা আমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।’

বাংলাদেশের ছবিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শাকিব বলেন, ‘আমি যখন নতুন একটি প্রযুক্তির সঙ্গে পরিচয় হই, তার থেকে কিছু শিখি, তা আবার দেশের ছবিতে ব্যবহার করতে চাই। পৃথিবীতে কেউই শিখে আসে না, কাজ করতে করতেই শিখতে হয়। আর এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা টেকনিক্যালি পিছিয়ে আছি, এটাকে ইগোতে না নিয়ে, আমাদের শিখতে হবে। কারণ প্রযুক্তি প্রতিদিনই উন্নত হচ্ছে। আমাদের বিষয়গুলো জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। সেগুলো শিখে কাজ করতে হবে। আমাদের দেশের শিল্পী, কলাকুশলীরা অনেক কিছু জানে, আমি বিশ্বাস করি, সবাই মিলে চেষ্টা করলে আমরা চলচ্চিত্রে ভালো কিছু করতে পারব।’

লন্ডনে শাকিব ‘চালবাজ’ ছবির শুটিং করবেন টানা ২০ দিন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শুভশ্রী।