শনিবার, ৮ই ডিসেম্বর, ২০১৮ ইং ২৪শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

বিপিএলের পঞ্চম আসর : বোলিংয়ে রমরমা; কিন্তু ব্যাটিংয়ে তলানিতে দেশি ক্রিকেটাররা!

news-image

শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের গ্রুপ পর্ব। আর মাত্র ৪টি ম্যাচ বাকী।

তারপরেই জানা যাবে কাদের হাতে উঠবে এবারের শিরোপা। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ শেষে প্রাপ্তির খাতায় কার কী অর্জন সে দিকে এবার নজর দেওয়া যাক।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক রংপুর রাইডার্সের রবি বোপারা। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৬৫ রান। এরপরেই আছেন ১০ ম্যাচে ৩৩৪ রান করা ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। তিন নম্বরে আছেন বাদ পড়ে যাওয়া চিটাগং ভাইকিংসের লুক রনচি (৩২১)।

৩১৭ রান নিয়ে চার নম্বরে সিলেটের আন্দ্রে ফ্লেচার এবং পাঁচ নম্বরে ২৯৯ রান নিয়ে আছেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুন। তারপরেই খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদ উল্লাহ (২৯২) এবং কুমিল্লার ইমরুল কায়েসের (২৯০) স্থান। ৮ ম্যাচে ২৬৫ রান নিয়ে ১০ নম্বরে আছেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে পেছনে পড়ে থাকলেও বোলিংয়ে কিন্তু বাংলাদেশিদের জয়জয়কার। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটস আধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা আবু জায়েদ সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

চার নম্বরে ঢাকার আবু হায়দার রনি (১৪), সমান উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৩ উইকেট নিয়ে আছেন ৬ নম্বরে। সেরা দশে আরও আছেন সিলেট অধিনায়ক নাসির হোসেন (১২) এবং খুলনার শফিউল ইসলাম (১২)।

ব্যাটিংয়ে যেহেতু বাংলাদেশি ব্যাটসম্যানদের করুণ দশা, তাই ছক্কা মারার দৌঁড়ে তারা পিছিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। ছক্কার দৌঁড়ে সবার ওপরে আছেন ঢাকা ওপেনার এভিন লুইস। ১০ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছেন তিনি। ২১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে লুক রনচি। তৃতীয় স্থানে থাকা কার্লোস ব্র্যাথওয়েট মেরেছেন ১৮টি ছক্কা। চতুর্থ স্থানে কায়রন পোলার্ড মেরেছেন ১৬টি। এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইল ১৫টি ছক্কা মেরে আছেন পঞ্চম স্থানে। পরের চারটি নামও বিদেশি। একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে সেরা দশে আছেন এনামুল হক বিজয়। ১০ নম্বরে থাকা বিজয় ছক্কা মেরেছেন ১১টি।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল মুক্ত দিবস আজ

হীরা দিয়ে খচিত বিমান!

বাবার পর ছেলের মনোনয়নও বাতিল

টক শো চলাকালীন উপস্থাপককে লক্ষ্য করে আগুনের গোলা (ভিডিও)

‘আমাকে ধর্ষণ করেছে’, রাস্তায় কেঁদে কেঁদে বলছিলেন তরুণী (ভিডিও)

ক্যানসার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন কি না বুঝবেন যেভাবে

জুভেন্টাস ছুটছে…

লেহেঙ্গা তৈরির জন্য ৩৭২০ ঘণ্টা!

ঐশী কি মিস ওয়ার্ল্ড হতে পারবেন?