বুধবার, ২৩শে মে, ২০১৮ ইং ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষকের স্কেলের আঘাতে তিন শিশু শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার একটি কিন্ডার গার্টেন স্কুলে এঘটনাটি ঘটে।  আহত তিন শিক্ষার্থীরা হলেন, মারুফ সরকার, নীরব ভূঁইয়া, লোকমান হোসেন। পরে আহত শিক্ষার্থীরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রমজান মাসেও তাদের স্কুলে ছুটি নেই। রবিবার সকাল ১১টার দিকে অঙ্কের ক্লাশের সময় শিক্ষক মাঈনুদ্দিন তাদের শরীরে স্কেল দিয়ে আঘাত করেন। একটি অঙ্ক না পারায় অভিযোগ তুলে তাদেরকে মারধর করেন। তবে এবিষয়ে  মোবাইল ফোনের কল রিসিভ না করায় এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাঈনুদ্দিন বক্তব্য কয়েকবার চেষ্টা করেও নেয়া সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ের কতৃপক্ষ বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেন,
আহত শিক্ষার্থীদের আমাকে দেখিয়ে গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।
Print Friendly, PDF & Email