রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

স্তন ক্যান্সারে সবসময় প্রয়োজন নেই কেমো থেরাপির: গবেষণা

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে স্তন ক্যান্সারে আক্রান্ত হলেই নারীদের কেমোথেরাপির প্রয়োজন পড়বে না। প্রাথমিক ধাপে ধরা পরলে এই অসুখটি থেকে কেমো থেরাপি ছাড়াই মুক্তি সম্ভব বলেই জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। নিউ ইংল্যান্ডের জার্নাল অব মেডিসিনে এ প্রবন্ধটি প্রকাশিত হয়।

আরও : এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন

প্রায় দশ হাজার নারীর ওপর চালানো এ জরিপটিতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে অসুখ ধরা পড়লে তা লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি পর্যন্ত ছড়িয়ে পড়েনা। এদিকে এ খবরটি প্রকাশের পরই স্তন ক্যান্সার রোগের প্রাথমিক পর্যায়ে কেমো থেরাপি প্রয়োজন কিনা এ বিষয়টি নিয়ে পরীক্ষা চালিয়েছে চিকিৎসকরা। এরফলে স্তনক্যান্সারে আক্রান্ত ৮৫শতাংশ নারী কেমোথেরাপি থেকে মুক্তি পাবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে, ইউনিভার্সিটি অব টেক্সাসের চিকিৎসক বলেন, কেমোথেরাপি না করা হলে নারীদের জন্য খুবই ভাল হবে, কারণ চুল পড়ে যাওয়াসহ এই চিকিৎসাটির বেশকিছু পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে। যা কেমোথেরাপি না করা হলে প্রতিহত করা সম্ভব। এনবিসি নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

এই ৬টি নিরামিষ খাবারে রয়েছে প্রচুর আয়রন

ডায়াবেটিস থেকে দূরে থাকতে চান?

কোরআন অনুবাদকারীকে নির্যাতন করে মেরেই ফেললো চীন!

কাশ্মীরের নারীদের বিক্ষোভ থামাতে ভারতের নতুন বাহিনী

এক প্রেমিককে দিয়ে আরেক প্রেমিককে খুন করে তরুণী

ট্রাম্পের সাথে বৈঠক, কিমের নিরাপত্তায় অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান