শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “এসো নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথা যোগ্যমর্যাদায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের টেংকের পাড় থেকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসাক রেজওয়ানুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল আহম্মেদ রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ,এস,এম শফিকুল্লাহ, মাদক নিয়ন্ত্রন দপ্তরের সহকারী পরিচালক বাহাউদ্দিন সহ বিশিষ্টজনেরা। প্রধান অতিথির বক্তব্য রেজুওয়ানুর রহমান বলেন, যারা মাদকের বিষয়ে আমাদের কাছে তথ্য দিবে তাদের নাম, পরিচয় গোপন রাখা হবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করব।

মাদককে সমাজ থেকে চিরতরে বন্ধ করতে হলে প্রশাসনের পাশা পাশি সমাজের প্রত্যক সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। সন্তান কোথায় গেল, কার সাথে চলাফেরা করতেছে তা পিতা মাতা খোঁজ খবর নিতে হবে। এসময় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক মন্ডলীগন উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email