মঙ্গলবার, ৩রা জুলাই, ২০১৮ ইং ১৯শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মার্কিন ভুল নীতির কারণেই সন্ত্রাসবাদ ছড়িয়েছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকার ভুল নীতি ও অবৈধ হস্তক্ষেপই হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়ানোর মূল কারণ।

গত শুক্রবার তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, চরমপন্থা, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাস সৃষ্টি এবং অন্য সমস্ত সমস্যার পেছনে মার্কিন অবৈধ হস্তক্ষেপ ও ভুল নীতি দায়ী।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি বক্তব্যের জবাবে বাহরাম কসেমি এসব কথা বলেন। পম্পেও তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, “ইরানের সমর্থন শুধুমাত্র ইয়েমেনের হুথি গেরিলাদেরকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার সক্ষমতাই দেয় নি বরং ইয়েমেনের চলমান মানবিক সংকট বাড়িয়ে তোলারও ঝুঁকি সৃষ্টি করেছে।”

পম্পেওর টুইটার বার্তার জবাবে বাহরাম কাসেমি বলেন, তার এসব মিথ্যা বক্তব্য ও দোষারোপের খেলা আমেরিকার ধ্বংসাত্মক এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকাকে আড়াল করতে পারবে না। কাসেমি বলেন, আমেরিকাকে অবশ্যই সারা বিশ্বের জনমতের কাছে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে। পার্সটুডে

Print Friendly, PDF & Email