বৃহস্পতিবার, ৫ই জুলাই, ২০১৮ ইং ২১শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলানিউজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (০১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাব হলরুমে বিটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরজু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও : রোমান্টিক জুটি কাজল-শাহরুখের নতুন সিনেমা

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র নায়ার কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ রিয়াজ উদ্দিন জামি, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার জাবেদ রহিম বিজন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, এনটিভির স্টাফ রির্পোটার শিহাব উদ্দিন বিপু, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, দৈনিক মাতৃছায়ার জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম স্বপন, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, চ্যানেল টুয়েন্টিফোরে চিত্র সাংবাদিক প্রকাশ লাল দাস, বাংলার চোখের জেলা প্রতিনিধি ইফতেয়ার উদ্দিন রিফাত প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক দিনদর্পণের নির্বাহী সম্পাদক মো. শাহজাদা। স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ।

বক্তরা বলেন, পত্রিকা ও টেলিভিশনের পাশাপাশি অনলাইন মিডিয়া বর্তমান সময়ের বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। দ্রুত সময়ে সংবাদ পেতে অনলাইন মাধ্যমের বিকল্প নেই। দেশের প্রচলিত অনলাইন পত্রিকা গুলোর মধ্যে বস্তুনিষ্টতা ও আপোষহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলানিউজ তার নিজের অবস্থান সৃষ্টি করে নিয়েছে। বক্তরা বাংলানিউজের উত্তরোত্তরসমৃদ্ধি কামনা করেন। পরে আমন্ত্রতিত অতিথিবৃন্দ কেক কেটে বাংলানিউজের জন্মদিন পালন করেন।

Print Friendly, PDF & Email