শুক্রবার, ১৯শে অক্টোবর, ২০১৮ ইং ৪ঠা কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে’

নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, ২০০১ সালে তথাকথিত নির্বাচনের পর যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল বিএনপি-জামায়াত ক্ষামতায় আসলে তার পুনরাবৃত্তি ঘটাবে। কেবল তাই নয়, এদেশের গণতান্ত্রিক শক্তিসমূহকে বিনাশ করার জন্য তারা তাদের তৎপরতা চালাবে।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে যদি গণতন্ত্র ও উন্নয়নের পথে যদি এগিয়ে যেতে হয় তাহলে এদেশে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সকল ক্ষুদ্র জাতিসত্তাকে সঙ্গে নিয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারি প্রমুখ।