রবিবার, ৯ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৫শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

রাজশাহী কিংসের নতুন কোচ ক্লুজনার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত হলেন তিনি।

এবারের আসর নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারিতে সরে যাওয়ায় কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ভেট্টোরি।

আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএলের ষষ্ঠ আসর। প্রায় একই সময়ে চলবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। রাজশাহীর পাশাপাশি একইসঙ্গে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের কোচ হওয়ায় ভেট্টোরি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান দলটিকেই। কারণ দলটির সঙ্গে লম্বা সময় ধরে চুক্তিতে আছেন সাবেক কিউই অলরাউন্ডার।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ হককে উদ্ধৃত করে ক্রিকইনফো জানিয়েছে, ‘ভেট্টোরি আমাদের সঙ্গে এভাবেই চুক্তি করেছিল যে, বিপিএল আর বিগ ব্যাশের সময়সূচি যদি একই সময়ে পরে যায় তাহলে তাকে বিপিএলে পাওয়া যাবে না। কারণ বিগ ব্যাশের সঙ্গে সে বেশ লম্বা একটা সময় ধরে চুক্তিভুক্ত।’

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো দলের কোচ হয়ে আসছেন ক্লুজনার। এর আগে টাইগারদের জাতীয় দলের বোলিং কোচ হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসেননি ক্লুজনার। আগে জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক ছিলেন তিনি। ২০১৫ সালে স্বল্প-সময়ের জন্য সাউথ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন প্রোটিয়াদের সাবেক এ অলরাউন্ডার।