বৃহস্পতিবার,১৩ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে ১০টাকা কেজি মূল্যের চাউল বিক্রি শুরু

আশুগঞ্জ প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই শ্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহরের পূর্ব বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।

আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা আবু কাউছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নে ১০ জন ডিলারের মাধ্যমে ২ হাজার ৭শত ৮জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে প্রতিমাসে একবার করে ১০ টাকা কেজি মূল্যের চাউল দেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বর্জ্য রাস্তায়, দুর্ভোগে রোগী-পথচারীরা

প্রয়াত এড. আবদুস সামাদ নিবেদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন : বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

সরাইলে বাল্যবিবাহ ও যৌনহয়রানিকে লাল কার্ড

সরাইলে বিশেষ ভূমিকার জন্য ৪ যুবককে সম্মাননা ও অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ( ওসি) সেলিম উদ্দিন এর যোগদান

গভীর রাতে সিঁধ কেটে গৃহবধূকে গণধর্ষণ, স্বামী বাঁধা গাছে!

আখাউড়ায় ২ মাদক পাচারকারীকে কারাদন্ডসহ জরিমানা

খুলে যাবে অর্থনৈতিক উন্নয়নের দ্বার এশিয়ার বৃহত্তম ওয়াই ব্রীজ উদ্ধোধন হবে রবিবার