রবিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৫ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কসবায় বিজিবির মতবিনিময় সভা

কসবা প্রতিনিধি : কসবার বায়েক ইউনিয়নের সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এবং মাদলা বিওপি কমান্ডারের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. আমিরুল ইসলাম সিকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মো. আল মামুন ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো. ইকবাল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা থানা উপ-পরিদর্শক মো. হারুনুর রশীদ, বায়েক ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জাব্বার ও সোনার বাংলা এডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ।

সভায় বক্তাগণ বলেন, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার মাদক পাচাররোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া সীমান্তবর্তী জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তার মাধ্যমে সন্ত্রাসী ও চোরাচালানীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নারী ও শিশু পাচার রোধে অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।