মঙ্গলবার, ৩০শে অক্টোবর, ২০১৮ ইং ১৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

মিছিলে মিছিলে ভরপুর হচ্ছে নবীনগরের এরশাদের জনসভা

তৌহিদুর রহমান নিটল, নবীনগর থেকে : জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা খণ্ড খণ্ড মিছিল করে মহাসমাবেশে অংশ নিয়েছেন। আজ রোববার সকাল ৯টা বি-বাড়ীয়ার নবীনগর সরকারি পাইলট স্কুল সংগল্ন মাঠে নেতা-কর্মীর মিছিল আসতে শুরু করে । এখনো ধাপে ধাপে মিছিল আসছে সমাবেশে। দলের চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদের দুপুর ১২.৩০টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মহাসমাবেশ উপলক্ষে তিতাস নদী তীর সেজেছে নতুন সাজে। জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,এর বড় বড় পোস্টার ব্যানারে আশপাশ এলাকা সাজে এনে দিয়েছে এই গ্রামীণ জনপথ। আশপাশ এলাকার মনোনয়নপ্রত্যাশী নেতাদের পোস্টার ব্যানারও বাদ পড়েনি শোডাউন থেকে।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ সমাবেশে উপস্থিত থাকবেন ।

এ জাতীয় আরও খবর

শ্রমবাজার উন্মুক্তকরণে মালয়েশিয়ার প্রতিনিধিদল ঢাকায় আসছে

সংকট সহিংস রক্তপাতে রূপ নিতে পারে : শ্রীলঙ্কার স্পিকারের হুঁশিয়ারি

সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

নিশ্চয়ই বাংলার জনগণ নৌকায় ভোট দেবে : প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন চান মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিন

রাস্তায় পচছে বস্তা-বস্তা সবজি, রান্না করে খাচ্ছে শ্রমিকরা

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ

ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা আসছে!

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন