সোমবার, ১২ই নভেম্বর, ২০১৮ ইং ২৮শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

একটি হীরা ৪০০ কোটি টাকা!

অনলাইন ডেস্ক : হীরাটি ৪০০ কোটি টাকায় বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশাল আকারের চারকোনা গোলাপি রঙের হীরা। যেন আলোর বিচ্ছুরণ ঘটছে সব সময়। এমন একটি হীরা এখন আলোচনার শীর্ষে।

১৯ ক্যারেট ওজনের কাছাকাছি এই হীরা যেমন দুষ্প্রাপ্য তেমনই অভিজাত। এই হীরকখণ্ডই এবার নিলামে উঠতে চলেছে জেনেভায়। আগামী ১৩ নভেম্বর জেনেভায় ঐতিহাসিক জিনিসপত্রের নিলামঘর ক্রিস্টিসে এই নিলাম অনুষ্ঠিত হবে।

রত্নবিশেষজ্ঞ মনে করছেন, বাংলাদেশি মুদ্রায় এর দাম উঠতে পারে প্রায় ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকা। আভিজাত্যের কারণে এই হীরার নামকরণ করা হয়েছে ‘দ্য পিঙ্ক লেগাসি’। এর আগে এত দামি ও ঐতিহ্যময় রত্ন নিলামে ওঠেনি বলেই তাদের দাবি।

সাধারণত বেশির ভাগ গোলাপি হীরাই এক ক্যারেটের কম ওজনের হয়। সেখানে এই হীরার ওজন ও ঔজ্জ্বল্য এতটাই যে একে ‘বিরল’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। চৌকো এই হীরার রঙের ঘনত্বও অন্য সব হীরকখণ্ডকে পেছনে ফেলে দেবে।