গোলাম আযমের আত্মীয়কে মনোনয়ন না দেওয়ার দাবি
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দলের দু:সময়ে আন্দোলন সংগ্রামের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে চাটুকারদের দ্বারা প্রভাবিত হয়ে কুখ্যাত রাজাকার গোলাম আযমের আত্মীয়, ভুয়া মুক্তিযোদ্ধা ও দ্বৈত ধর্মের অধিকারী হাবিবুর রহমান স্টিফেনের নাম উল্লেখ করে মনোনয়ন দেয়ার প্রস্তাব দেয় বর্তমান সাংসদ। তিনি বলেন, স্টিফেনকে বাদ দিয়ে দলের ত্যাগী যেকোনো নেতাকে মনোনয়ন দিলে কারো কোনো আপত্তি থাকবে না। সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন টিটো, কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমীন, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।
পরে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্টিফেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জালাল ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার বাদলের নাম দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত দেন সাংসদ।তবে সাংসদ দলের একক প্রার্থী হিসেবে হাবিবুর রহমান স্টিফেনের নাম কেন্দ্রে পাঠাতে বলেন।