কসবায় মাদকবিরোধী অভিযানে ১৭ জন আটক
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ১৫ মাদকবিক্রেতাসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।সোমবার দিনগত রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২ ঘন্টার অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাসহ নতুন তিনটি মামলা মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাঠানো হয়েছে।