শনিবার, ৬ই এপ্রিল, ২০১৯ ইং ২৩শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

news-image

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে কথা বলতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

কূটনীতিকদের মধ্যে জাপান, নরওয়ে ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মায়ানমার, তুরষ্ক, চায়না, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার উপস্থিত আছেন।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানানো হয়নি। জানতে চাইলে, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না।

এ জাতীয় আরও খবর

লিবিয়ায় জরুরি অবস্থা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

খালেদার মুক্তির পর শপথ!

মাছ ও মাংসের দাম অস্বস্তি দিলেও সবজিতে কিছুটা স্বস্তি

প্রেসিডেন্ট ট্রাম্প জানেন না বাবার জন্মস্থান!

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

রাজধানীর বারিধারায় ভবনে আগুন

এরশাদ আবার জাপার কো–চেয়ারম্যান করলেন জিএম কাদেরকে

পুলিশ-কাস্টমসের মান অভিমান মেটাতে বৈঠক

গণমাধ্যমে বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি সুযোগ পায় : তথ্যমন্ত্রী

বিএনপি যা বলল কূটনীতিকদের

সিসিটিভি ফুটেজে মিলল পরিকল্পিত আগুনের প্রমাণ! (ভিডিও)

ফুটবল যাদুকর পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চাইলেন