রবিবার, ৭ই এপ্রিল, ২০১৯ ইং ২৪শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

সালাহর ‘হাফ-সেঞ্চুরি’র রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হলো। লিভারপুলের হয়ে দ্রুততম ৫০ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড গড়েছেন তিনি। তার গোলে শুক্রবার অল রেডসরা সাউদাম্পাটনকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে। এই গোলের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে গোলের খরা কাটিয়েছেন সালাহ।

মিশরীয় এই ফরোয়ার্ড ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেডসরা। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ফিরে এসেছে জার্গেন ক্লপের দল।

দ্রুততম সময়ে অর্ধশতক গোল করতে সালাহ খেলেছেন ৬৯টি ম্যাচ। ৭২ ম্যাচ খেলে ৫০ গোল করে এই তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন ফার্নান্দো তরেস। লিভারপুলের হয়ে ৮৬ ম্যাচে ৫০ গোল করে এখন তৃতীয় স্থানে চলে গেছেন ক্লাবের সাবেক তারকা লুইস সুয়ারেজ। এছাড়া রবি ফ্লাওয়ার খেলেছেন ৮৮ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

হত্যা মামলায় খালেদার জামিন আপিলে বহাল

নতুন চূড়ায় মেসি

বিএনপির গণঅনশন চলছে

এমন বোলিং আগে দেখা যায়নি আইপিএলে

লম্বা বিরতির পর মোস্তাফিজ…

গ্রিজমানের স্বপ্নের দলে রোনালদো বদলি তালিকায়!

মেসি-সুয়ারেজের জাদু: শিরোপার জয়ের পথে বার্সেলোন

সেই ছাত্রী বর্ণনা দিলেন গায়ে আগুন দেওয়ার

মিরাজ নতুন বউকে নিয়ে খেলার মাঠে

প্রথম ৪ বলে ১, পরের ৯ বলে ৪৭ রান : রাসেল

ডেভিড ওয়ার্নার ‘বাহুবলী’ ছবিতে আসছেন?

গেইলকে পছন্দের গোপন রহস্য ফাঁস করলেন প্রীতি জিনতা