মঙ্গলবার, ৯ই এপ্রিল, ২০১৯ ইং ২৬শে চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ

আইপিএল ছেড়ে দেশে ফিরছেন সাকিব?

news-image

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। গতবারের মতো এবারও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলছেন তিনি। কিন্তু সেই যে নিজেদের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন, তারপর সাইড বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে প্রতিটি ম্যাচ। এদিকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। তাহলে কি আইপিএল ছেড়ে এবার দেশে ফিরে আসছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক?

২০১৯ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এ মাসেই ঘোষণা করা হবে ‌১৫ সদস্যের বিশ্বকাপ দল। বাংলাদেশ দলে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। সেরে উঠে আইপিএল খেলছেন। তবে তার সুযোগ না পাওয়া ভালোভাবে দেখছেন না বিসিবি বস।

রাজধানীতে এক অনুষ্ঠানে নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বকাপের আগে তাকে টি-টোয়েন্টি খেলতে দিতে আমরা রাজি ছিলাম না। ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া। এখন সে যদি ম্যাচই খেলতে না পায় তাহলে সেখানে রেখে লাভ কী? জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ওকে দেশে ফিরিয়ে আনা হবে।’

উল্লেখ্য, গত আসরে হায়দরাবাদের জার্সিতে সাকিবের পারফরম্যান্স ছিল বেশ ভালো। ১৭ ম্যাচে তিনি করেন ২৩৯ রান। আর বল হাতে পান ১৪ উইকেট। এবার তাকে একাদশে না নেওয়া প্রসঙ্গে  হায়দরাবাদের পরামর্শক ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড়কে খেলাতে না পারা সত্যিই খারাপ লাগার। কিন্তু টুর্নামেন্টের নিয়ম চারজন বিদেশি খেলানো যাবে। দেশি ক্রিকেটারদের বেশি সুযোগ দিতেই এমন নিয়ম।’