শনিবার, ১৮ই মে, ২০১৯ ইং ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্কঃ ডাবলিনে পল স্টার্লিং আর উইলিয়াম পোর্টারফিল্ডের দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৯৩ রান।

টস জিতে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। রুবেল হোসেনের দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম স্লিপে লিটন দাসের হাতে ক্যাচ হন জেমস ম্যাককলম। ১৮ বলে ৫ রান করেন আইরিশ ওপেনার।

আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বালবির্নি। এবারও ভয়ংকর হয়ে উঠার ইঙ্গিত ছিল তার ব্যাটে। ২০ বলে ৪ বাউন্ডারিতে ২০ রানে পৌঁছে যাওয়া এই ব্যাটসম্যানকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন আবু জায়েদ রাহী।

যদিও লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলটি বালবির্নির ব্যাটে লেগেছে কিনা, নিশ্চিত হওয়া যায়নি। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ না থাকায় বালবির্নির কিছু বলার সুযোগ ছিল না।

৫৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে ছিল আয়ারল্যান্ড। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৭৪ রানের বিশাল এক জুটি গড়ে তুলেন পল স্টার্লিং আর উইলিয়াম পোর্টারফিল্ড।

দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে পোর্টারফিল্ডকে। আবু জায়েদ রাহীর বলে বাউন্ডারিতে লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচ হওয়ার আগে ১০৬ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৪ রান করেন আইরিশ অধিনায়ক।

তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি স্টার্লিং। তিনিও রাহিরই শিকার হন, ১৩০ রানের দারুণ এক ইনিংস খেলে। ১৪১ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান আইরিশ ওপেনার।

শেষের দিকে টাইগার বোলাররা অল্প ব্যবধানে বেশ কয়েকটি উইকেট তুলে নিলেও রানটা ঠিকই তিনশোর কাছাকাছি নিয়ে যায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ রাহী, ৯ ওভারে ৫৮ রান দিয়ে তিনি নেন ৫টি উইকেট। সাইফউদ্দিন ২টি আর রুবেল হোসেন নেন ১টি উইকেট।

এ জাতীয় আরও খবর

শিক্ষকের বদলীতে ২ লক্ষ ৭০ হাজার, নৈশ প্রহরী নিয়োগে ৫-৮লাখ টাকা ঘুষ!

পীযুষকে গ্রেফতার ও সম্প্রীতি বাংলাদেশকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ

এক কেজি গরুর মাংস মিলছে না এক মণ ধানে

রোজাদারদের সুস্বাস্থ্যের জন্য ডা. এ বি এম আবদুল্লাহ কিছু পরামর্শ

টেলিভিশন খুললেই ধর্ষণের খবর দেখতে পাইঃ কামরুল ইসলাম

যারা আমার সঙ্গে অশান্তি করে, তাদের চিবায়া ফেলার সাহস ছোট থেকে বুকে নিয়া চলি: ছাত্রলীগ নেত্রী

‘কিছু ছাগল নিজেকে জিয়াউর রহমান ও তার স্ত্রীর থেকেও বড় বিএনপি নেতা মনে করছে’

উপনির্বাচন : হঠাৎ আলোচনায় মওদুদ

গলায় কামড় দিয়ে ধর্ষণ করে মাদ্রাসা মালিকের ছেলেরা, সহযোগীতা করেছে হুজুররা!

দেশে ফিরছেন মাশরাফী, তামিম যাচ্ছেন দুবাই

সবার সামনেই ক্যাটরিনার শাড়ি ঠিক করলেন সালমান

নেতিবাচক ভূমিকায় ঐশ্বরিয়া