বুধবার, ২৯শে মে, ২০১৯ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ

১২ কেজি বাগদা চিংড়ির পেট থেকে বের হলো মারাত্মক ক্ষতিকর জেলি

news-image

মৌলভীবাজারের কুলাউড়ার উত্তর বাজারে বিক্রির সময় মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর জেলিযুক্ত ১২ কেজি বাগদা চিংড়ি আটক করেছেন উপজেলা মৎস কর্মকর্তা। পরে ১২ কেজি চিংড়ি ধ্বংসের পাশাপাশি উপস্থিত ক্রেতাদের সচেতন করা হয় এবং এ বিক্রেতা ঘটনায় দায়ী না থাকায় প্রথমবারের মতো তাকে সতর্ক করে দেন উপজেলা মৎস কর্মকর্তা।

কুলাউড়া উপজেলা মৎস কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজারে গেলে এ মাছ দেখতে পাই। মাছ বিক্রেতা এ ১২ কেজি মাছ পার্শ্ববর্তী জুড়ি উপজেলার একটি আড়তে বিক্রির আসায় নিয়ে আসেন। তিনি নিজেও জানেন না এতে যে জেলি আছে। নিজের অনিচ্ছায় এবং প্রথমবারের মতো হওয়ায় বিক্রেতাকে সতর্ক করে দেয়া হয়েছে এবং এ মাছ ধ্বংসের পাশাপাশি জেলিযুক্ত মাছ সম্পর্কে উপস্থিত ক্রেতাদের সতর্ক করা হয়েছে ।

কেন জেলি মেশানো হচ্ছে জানতে চাইলে এ মৎস কর্মকর্তা বলেন, মোটা তাজা এবং ওজন বাড়ানোর জন্য নিয়ম করে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে এক ধরনের জেলি মিশিয়ে বিক্রি করছে। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ পরিষদের অভিযান, ভ্রাম্যমাণ আদালতের জেল- জরিমানাতেও চিংড়িতে এ বিষাক্ত জেলি মেশানো বন্ধ হচ্ছে না। চিংড়িতে সিরিঞ্জের মাধ্যমে জেলি পুশ করা হয়। তারপর চিংড়িগুলো পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে জেলি জমাট বেঁধে যায়। আর এ চিংড়ি ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। যেগুলো কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

সাধারণত চিংড়ির আকার বড় করার জন্য এবং ওজন বৃদ্ধির জন্য চিংড়িতে জেলি মেশানো হয়। কিন্তু মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ জেলি।

চিকিৎসকদের মতে, চিংড়িতে মেশানো এ জেলির কারণে চোখের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। এমন কি ক্যান্সারেরও কারণ হতে পারে। এ দিকে, এমন বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি বিদেশে রফতানি করার মধ্যে আন্তর্জাতিক বাজারের সুনাম নষ্ট হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটা অংশ আসে চিংড়ি রফতানি থেকে। কিন্তু এ বিষাক্ত জেলি মেশানোর ফলে সেটা হুমকির মুখে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠাবে মালয়েশিয়া

পরিস্থিতি জটিল না হলে সন্তান প্রসবের ক্ষেত্রে সিজার করাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

ব্যতিক্রমী এক খতিব

অদূর ভবিষ্যতে মানুষ ঘরে বসেই ভোট দিতে পারবে : মতিয়া চৌধুরী

মায়ের মুখে হাসির দিকে যদি কেউ ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকায় তাহলে একটি হজ্জের সওয়াব পাওয়া যাবে।

প্রাণ ফ্রুটো ম্যাংগো ড্রিংক কারখানায় অভিযান, নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ

মুক্তি পেল শাকাবি-বুবলীর ‘পাসওয়ার্ড’ ছবির ট্রেলার (ভিডিও)

দেশ পরিচালনায় অক্ষম ইমরান

প্রধানমন্ত্রীর কাছে আইসক্রিম বিক্রেতার বিচার, ফোনালাপ ভাইরাল (অডিও)

গুনে-গুনে ঘুষ নিলেন প্রধান শিক্ষক (ভিডিও)

চতুর্থ ধাপে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ল আরও দুই হাজার টাকা

কিভাবে অনলাইনে জমির খতিয়ান/পর্চা পাবেন? জেনে রাখুন কাজে লাগবে