বুধবার, ১৬ই অক্টোবর, ২০১৯ ইং ১লা কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়ায় বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫৬ জনের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩০ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো তাদের মধ্যে রয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

তাদের মধ্যে কয়েকজন আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২ অক্টোবর নেত্রকোনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় নাশকতা চালায় দলটি। এ সময় আসামিরা পার্ক করা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পল্টন থানার এসআই ইদ্রিস আলী মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে পরের বছর ৩১ ডিসেম্বর ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখির করেন একই থানার এসআই জাহাঙ্গীর আলম।