g নিউ ইয়র্কে আগুনে পুড়ে গেছে ২০ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ৮ই আগস্ট, ২০১৭ ইং ২৪শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে আগুনে পুড়ে গেছে ২০ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২২, ২০১৪

---

NYযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশিদের ২০টি ব্যবসা প্রতিষ্ঠা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী, জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে ৪ তলাবিশিষ্ট ‘ব্লুুসোম’ নামের ওই ভবনে ভয়াবহ অগ্নিকা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশ বা দমকল বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর ডজনখানেক গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছিল। তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় ও পরে তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে বেশ কয়েকটি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ের সময় অনেকেই ভবনটির স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আগুন লাগার পর ভবনে কমরত ব্যক্তিদের সম্পর্কেও সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশি এক ব্যবসায়ী জানান, আগুন লাগার পরপরই ফায়ার অ্যালার্ম শুনে তিনি যখন বেরিযে আসছিলেন, তখন অন্যদেরকেও দ্রুত বের হয়ে আসতে দেখেছিলেন। সূত্র: অ্যামনি ডটকম

এ জাতীয় আরও খবর