g বিমান চলবে ঘণ্টায় ১৯ হাজার মাইল গতিতে! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিমান চলবে ঘণ্টায় ১৯ হাজার মাইল গতিতে!

AmaderBrahmanbaria.COM
মে ৮, ২০১৪

---

কনকর্ডের চেয়েও দ্রুত গতির বাণিজ্যিক বিমান তৈরি করতে চান যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী ও উদ্যোক্তা স্যার রিচার্ড ব্রানসন। ওই বিমানটি ঘণ্টার ১৯ হাজার মাইল উড়বে। নিউইয়র্ক থেকে টোকিও এক ঘণ্টারও কম সময় লাগবে। আমাদের ভাবনার চেয়েও কম সময়ের মধ্যে এই প্রযুক্তি আসবে।

সম্প্রতি সিএনবিসি টিভিকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ভার্জিন গ্রুপের প্রধান ব্রানসন। সিএনবিসি বরাতে ৭ মে ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রানসন জানান, তাঁরা মহাকাশ পর্যটন প্রকল্পের কাজ চলছে। ওই কাজ শেষে হলেই সুপারসনিক বাণিজ্যিক বিমান নির্মাণের দিকে মনোযোগ দেবেন তিনি। তাঁর স্বপ্নের বিমান ঘণ্টার ১৯ হাজার মাইল বেগে উড়বে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মহাকাশ প্রকল্প শেষ করে আমরা সুপারসনিক বিমান নির্মাণ করব। কনকর্ড বিমানের চেয়েও ওই বিমান অনেকে অনেক বেশি দ্রুত বেগে চলবে।

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বাণিজ্যিক বিমান ছিল কনকর্ড। নিউইয়র্ক ও লন্ডনের মধ্যে ওই বিমান চলাচল করত। প্রায় এক দশক আগে ব্রিটিশ এয়ার ওয়েজ ওই বিমানের চলাচল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে।

স্যার রিচার্ড জানান, কনকর্ডেও চেয়েও দ্রুত গতির বাণিজ্যিক বিমান তৈরি করতে চান তিনি। আর তিনি তাঁর জীবদ্দশাতেই তা করতে চান। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে নিউইয়র্ক থেকে টোকিও যেতে এক ঘণ্টারও কম সময় লাগবে। ঘণ্টায় ১৯ হাজার মাইল বেগে চলবে ওই বিমান।’