g দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৮ই অক্টোবর, ২০১৭ ইং ৩রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৩, ২০১৫

---

58882_barডেস্ক রির্পোট:ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এদের মাধ্যে সেনাবাহিনীর লে. মোস্তফা কামালের মা ও পুত্র রয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুরের মেঘনার  মোহনায় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবত-৯ এবং  ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় সুন্দরবন -৮ লঞ্চটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়ছে লঞ্চ কতৃপক্ষ। সুন্দরনব লঞ্চের ব্যবস্থাপক আক্তার হোসেন আকেজ জানান, বরিশাল থেকে সহ¯্রাধিক যাত্রী নিয়ে সুন্দরবন লঞ্চটি বরিশার ঘাট ত্যাগ করে রাত ৯টায়। রাত দেগটার দিকে চাঁদপুর মেঘনা পাড়ি দেবার সময় ঢাকা থেকে বরিশালগামী পারাবত-৯ লঞ্চটি সুন্দরবন-৮কে মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে লঞ্চের ভিআইপি কেবিনসহ ডেকের একাংশ দুমড়ে মুচরে যায়। এসময় ভিআইপ কেবিনে ঘুমন্ত লে. মোস্তফা কামলের মা শাহানা বেগম (৬৫) ও শাকিল (৬) ও স্ত্রী গুরুতর জখম হয়। শাহানা চাঁদপুর জেনারেল হাসপাতালে ও শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপর দিকে ঘটনাস্থলেই ডেকের এক যাত্রী নিহত হন। তার পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেলে সকালে অপর এক অজ্ঞাত যাত্রী নিহত হয়েছন বলে সুন্দরবন ব্যবস্থাপক আকেজ জানান। তিনি জানান এতে ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা। এ ব্যাপারে লঞ্চের মাস্টার মজিবর বাদী হয়ে চাঁদপুর থানায় একটি মামলা করেছেন।  অপর দিকে আহতদের চাদপুর ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, রূপা (২৭), ডালিয়া (৩৮), শিউলি (৩৫),জেরিন (৯), জাহাঙ্গীর (৩৬), রাব্বি (১১), মনেয়ারা (৫০), সুরাইয়া (২৮), ওয়াহিদ (২৭) ও মোস্তফা কামাল (৩৫) এবং রাকিব (১২)। তারা সবাই সুন্দরবন -৮ লঞ্চের যাত্রী। তাদের বাড়ি বরিশালের বিভিন্ন উপজেলায়।

এ জাতীয় আরও খবর