g নারীর দ্বীপ কিহনু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নারীর দ্বীপ কিহনু

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৩, ২০১৫

---

বিশ্বে পুরুষতান্ত্রিক সমাজের ধারায় ব্যতিক্রম ইউরোপের দেশ এস্তোনিয়ার ছোটদ্বীপ কিহনু। এ দ্বীপের জীবনধারা থেকে শুরু করে কৃষ্টি-কালচার সবই পরিচালিত হয় মাতৃতান্ত্রিক পদ্ধতিতে। এ দ্বীপের বাসিন্দা মাত্র ৬০৪ জন। এ দ্বীপটিকে ছোট একটি স্বর্গের মতো মনে করেন এর নাগরিকরা। নারীশাসিত দ্বীপটির আয়তন ১৬.৩৮ বর্গকিলোমিটার। তবে দ্বীপটি পুরুষশূন্য নয়। পুরুষরা মৎস্য শিকারি। এজন্য তারা মাসের পর মাস সমুদ্রে থাকেন। তখন দ্বীপ আগলে রাখেন নারীরা। এ দ্বীপে রয়েছে চারটি গ্রাম। প্রতিটি গ্রামের বাসিন্দা নিজেদের লোক-ঐতিহ্য ধারণ করেন। নারীরা সবসময় ঐতিহ্যবাসী কিহনু পোশাক পরেন। কিহনুর শিশুরা স্কুলে নিজেদের ভাষা, সংস্কৃতি শেখার পাশাপাশি অধ্যয়ন করে ঐতিহ্যবাহী সঙ্গীত। দ্বীপের সবখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার নিদর্শন। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর