g আবারও অস্কার জিতলেন শারমিন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯শে জুলাই, ২০১৭ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আবারও অস্কার জিতলেন শারমিন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৯, ২০১৬

---

os7চার বছর আগে প্রথমবার অস্কার জেতেন পাকিস্তানি-কানাডিয়ান নাগরিক শারমিন ওবায়েদ-চিনয়। সে সময় এসিড আক্রান্ত মেয়েদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সেভিং ফেস’ নির্মাণ করে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’-এর জন্য অস্কার জিতলেন শারমিন। ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে এটাই। পুরস্কার হাতে নিয়ে এর নির্মাতা ৩৭ বছর বয়সী শারমিন বলেন, আমার এ ছবি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সপ্তাহে জানিয়েছেন, মেয়েদের জেনেশুনে হত্যা প্রতিরোধে আইন পরিবর্তন করবেন। এটাই ছবির শক্তি। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ এইচবিও চ্যানেলে প্রিমিয়ার হয় গত বছরের ২৮শে অক্টোবর। ওইদিনই মুক্তি পায় ৪০ মিনিট ব্যাপ্তির ছবিটি।

অস্কারে সেরা গায়ক স্যাম স্মিথ

smithবন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর গান ‘রাইটিংস অন দ্য ওয়াল’ অস্কারের সেরা গানের স্থান পেয়েছে । না, গানকে পুরস্কৃত করা হয়নি। হয়েছে গায়ককে। গানটি গাওয়ার জন্য অস্কার জিতলেন স্যাম স্মিথ। একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৮তম আসরে সেরা মৌলিক গান হয়েছে তার গাওয়া এ গানটি। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় অস্কারের জমকালো আয়োজন শুরু হয়। এরপরই ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানটি পরিবেশন করেন স্যাম স্মিথ। আর তিনিই জিতে নিলেন অস্কার। জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এর শিরোনাম-সংগীত গাওয়ার জন্য ২০১৩ সালে অস্কার জেতেন অ্যাডেল। বন্ডের খাতায় অস্কারের সংখ্যাটা স্যাম স্মিথ বাড়িয়ে দিলেন এবার। অস্কারের এ আয়োজনে সেরা মৌলিক গান বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল লেডি গাগার ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ (দ্য হান্টিং গ্রাউন্ড), দ্য উইকেন্ডের ‘আর্নড ইট’ (ফিফটি শেডস অব গ্রে), ‘মান্টা রে’ (রেসিং এক্সটিংশন), ‘সিম্পল সং#থ্রি’ (ইয়ুথ)।