সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ওয়াশিংটনে পরমাণু হামলার হুমকি দিল উ. কোরিয়া

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৭, ২০১৬

---

poroman-u-hamlaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি উস্কানি দেয় তবে সরাসরি ওয়াশিংটনে পরমাণু হামলা চালানো হবে। ‘শেষ সুযোগ’ নামের চার মিনিটের একটি ভিডিও ফুটেজের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনে আঘাত হানছে সে দৃশ্য কম্পিউটার অ্যানিমেশনের মাধ্যমে এ ভিডিও ফুটেজে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিও’তে দেখা গেছে, পৃথিবীর আবহমণ্ডল দিয়ে ছুটে যাচ্ছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারপর এটি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের কাছে আঘাত হানছে এবং সেখানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটছে।

ভিডিও’তে কোরিয় ভাষায় বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ যদি উস্কানি দেয় হবে তবে পিয়ংইয়ং আগাম পরমাণু বোমার হামলা চালিয়ে তার জবাব দেবে।

এতে আরো বলা হয়, আমেরিকার বেছে নিতে হবে সে কি চায়। আমেরিকা নামে কোনো দেশ এ গ্রহে থাকবে না তা মুছে যাবে সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে।

এ ছাড়া, ভিডিওর বেশির ভাগ জুড়েই গত কয়েক বছরে উত্তর কোরিয়ার কাছে “আমেরিকার শোচনীয়” পরাজয়ের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ১৯৯৪ সালে একটি মার্কিন হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার এবং ১৯৬৮ সালে মার্কিন জাহাজ পুয়েবলো আটকের ঘটনাও তুলে ধরা হয়। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

  • রণবীর-বাণীর রোমান্স (ভিডিও)রণবীর-বাণীর রোমান্স (ভিডিও)
  • গণধর্ষণের আপোষরফা ৩০ মণ গমে !গণধর্ষণের আপোষরফা ৩০ মণ গমে !
  • কলেজে যেতে বলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনকলেজে যেতে বলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: প্রধানমন্ত্রীদেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: প্রধানমন্ত্রী
  • জহিরুল হক খোকন,সিরাজ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহার দাবী জহিরুল হক খোকন,সিরাজ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহার দাবী
  • স্ত্রী-বান্ধবীদের নিয়ে নয়া বিতর্কে ক্রিকেটাররাস্ত্রী-বান্ধবীদের নিয়ে নয়া বিতর্কে ক্রিকেটাররা
  • ড. ইউনূসকে ফরাসি প্রেসিডেন্টের অভ্যর্থনাড. ইউনূসকে ফরাসি প্রেসিডেন্টের অভ্যর্থনা
  • ১৭৭ রানে হারলো উইন্ডিজ১৭৭ রানে হারলো উইন্ডিজ
  • ঢাকায় সরকারি চাকুরেদের জন্য ১০৬৪টি ফ্ল্যাট হবেঢাকায় সরকারি চাকুরেদের জন্য ১০৬৪টি ফ্ল্যাট হবে
  • সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ?সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ?
  • নারী সার্জেন্টদের ঈদ সম্মানি দিলেন ডিএমপি কমিশনারনারী সার্জেন্টদের ঈদ সম্মানি দিলেন ডিএমপি কমিশনার
  • ঘরোয়া উপায়ে দূর করুন বুকের কফঘরোয়া উপায়ে দূর করুন বুকের কফ