g ‘আইএস দুর্বল হয়ে পড়লেও হুমকিস্বরূপ’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘আইএস দুর্বল হয়ে পড়লেও হুমকিস্বরূপ’

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৫, ২০১৬

---

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাক ও সিরিয়ায় দুর্বল হয়ে পড়ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তারপরেও তারা এখনও হুমকিস্বরূপ। বৃহস্পতিবার পেন্টাগনে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, আইএস বিদেশে হামলার পরিকল্পনা করছে। চলতি বছর সিরিয়া ও ইরাকে বড় ধরনের কোনো সফল অভিযান চালাতে পারেনি আইএস। তবে ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে হামলা চালিয়েছে তারা।

ওবামা বলেন, আইএস যুক্তরাষ্ট্র অথবা ন্যাটো অংশীদারদের পরাজিত করতে পারবে না। আইএস অপরাজেয় নয়। তারা অবশ্যই পরাজিত হবে। সিরিয়ার রাকা ও ইরাকের মসুলে আইএসের শক্ত ঘাঁটি রয়েছে। এগুলো শিগগিরই তারা হারাবে।

সম্প্রতি সিরিয়া ও ইরাকে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় পিছু হটতে শুরু করেছে আইএস। তারা এখন ঘাঁটি গড়ছে লিবিয়ায়। লিবিয়ায় আইএসের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তারই প্রেক্ষাপটে দেশটিতে আইএসকে লক্ষ্য করে অভিযান শুরু আমেরিকা।

এ জাতীয় আরও খবর