৮ই নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ২৪শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে উত্তেজনা, ২টি মাদ্রাসা ও ১টি মসজিদে তালা : অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের বৈঠক


ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে উত্তেজনা, ২টি মাদ্রাসা ও ১টি মসজিদে তালা : অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের বৈঠক


Amaderbrahmanbaria.com : - ০৩.১১.২০১৬

নিজস্ব প্রতিবেদক নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহর ও শহরতলীর মসজিদ, মাদ্রাসায় দুর্বৃত্তরা তালা মেরে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি সাটিয়ে দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় বিশিষ্ট আলেমদের নিয়ে তাৎক্ষনিক সভা করেছেন। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্বদের ধরতে অভিযান চালানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলামের নামে প্রতিষ্ঠিত শহরের ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান ফটকে ২টি তালা মেরে দেয় দুর্বৃত্তরা। সে সাথে পবিত্র কাবা শরীফের ছবির উপর মুর্তি বসিয়ে বিরাট পোষ্টার সাটিয়ে দেয়া হয়। ভোরে মাদ্রাসার ছাত্ররা এ দৃশ্য দেখতে পেয়ে বিক্ষুব্দ হয়ে উঠে। একই ভাবে শহরের কাউতলী জামে মসজিদ ও শহরতলীর বিজেশ্বরে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় একই কায়দায় পোস্টার সাটানো হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা ও পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি জানান। সদর থানা পুলিশ খবর পেয়ে মাদ্রাসায় পৌছে তালা ভেঙ্গে গেইট খুলে দেয়। একের পর এক এসব ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সৃষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় জেলার শীর্ষ আলেমদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলার প্রধান মুফতি মোবারক উল্লাহ, ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মনিরুজ্জামান সিরাজী, দারুল আহকাম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. সাজিদুর রহমান, কাজীপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ইদ্রিস প্রমুখ। সভায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য মাওলানাদের পক্ষ থেকে দাবী জানানো হয়। জেলার সম্প্রীতি রক্ষা এবং উত্তেজনা নিরসনে সকলের সাহায্য ও সহায়তা কামনা করা হয় বৈঠকে। সভায় আগামী শনিবার জেলার সকল মসজিদ, মাদ্রাসার ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক ডাকা হয়। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি গ্রুপ উদ্দেশ্য মূলকভাবে সাধারণ মানুষের মধ্য আতংক ছড়ানোর জন্য এই কাজগুলো করছে ।এই কাজ গুলো কারা করছে আপনারা আমরা সবাই জানি। দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য একটি মহল এসব কাজে মদদ দিচ্ছে। আমরা প্রকৃত দোষি ব্যাক্তিদের খুজে বের করার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close