১৬ই নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ২রা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চিন্তা নেই : ওবায়দুল কাদের
পরবর্তী ৩০ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা ট্রাম্পের


সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চিন্তা নেই : ওবায়দুল কাদের


Amaderbrahmanbaria.com : - ১৩.১১.২০১৬

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেই।

ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু উপলক্ষে রোববার আয়োজিত মিলাদ মাহফিল শেষে এ কথা বলেন তিনি।

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যে ড. আব্দুর রাজ্জাকের এ সংক্রান্ত শনিবারের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার বিষয়ে আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারের কোনো চিন্তা-ভাবনাই নেই। এটি জাতীয় সংসদে মীমাংসিত বিষয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হয়েছে। এটি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।

ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বা অভিমত উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে তিনি কেন এমন বক্তব্য দিলেন জানি না। তবে একটি মীমাংসিত বিষয়কে অস্থিতিশীল করার প্রশ্নই ওঠে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন, এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃকি সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশের মানুষ চাইলে একদিন সময়-সুযোগমত সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close