সোমবার, ২৭শে নভেম্বর, ২০১৭ ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

‘পরীক্ষার’ কোনো সুযোগ নেই!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৫, ২০১৬

---

স্পোর্টস ডেস্ক :হট ফেবারিট দল হিসেবে ধারাবাহিকভাবে এবারের বিপিএলে ভালো করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।সোমবার আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই বিপিএলে সর্বোচ্চ ১৯৪ রান সংগ্রহ করে তারা। তাতে ৩৩ রানের জয় পায় তারা।

এর আগের ম্যাচেই ব্যাট হাতে ১৭০ রান করেছিল তারা। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও ধারাবাহিকভাবে ভালো করায় প্রশংসা কুড়াচ্ছে সাকিবের দল।

মূল দলে খেলা দেশীয় ক্রিকেটারদের মধ্যে মেহেদী মারুফ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত নিয়মিতভাবেই ভালো করছেন। বিদেশি ক্রিকেটারের মধ্যে কুমরা সাঙ্গাকারা শুরুটা ভালো করে দিচ্ছেন, ফিনিশিংয়ে সেকুগে প্রসন্ন, রবি বোপারা ও ডোয়াইন ব্রাভো নিয়মিত অবদান রাখছেন। বোলিংয়ে শহীদ, সাঞ্জামুল, ব্রাভো, বোপারা দলের জয়ে বড় অবদান রাখছেন। আর সবার সেরা সাকিব ব্যাট-বল হাতে প্রতিনিধিত্ব করছেন সামনে থেকেই। মাঠের মতো ড্রেসিং রুমও শক্তিশালী ঢাকার! মাহেলা জয়াবর্ধনে, ম্যাথিউ কোলস, আবু জায়েদ রাহী, সোহরাওয়ার্দী শুভর জায়গা সাইডবেঞ্চে।

৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ঢাকা। হাতে থাকা ৮টি ম্যাচের ৫টি জিতলেই শেষ চার নিশ্চিত ঢাকার! এবার কি ড্রেসিং রুমের শক্তির ‘পরীক্ষা’ হবে? পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সাকিব জানিয়ে দিলেন, ‘পরীক্ষার কোনো সুযোগ দেখছি না। টুর্নামেন্ট মাত্রই শুরু হলো। আমাদের এখনো ৮টি ম্যাচ আছে। ওগুলোও আমাদের জিততে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে গতিবেগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা দল হিসেবে দারুণ করছি। এটা ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষার কোনো সুযোগ দেখছি না।’

কুমিল্লার বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমরা উন্নতি করেছি। শেষ ম্যাচের থেকে আজকের পারফরম্যান্স আরো ভালো হয়েছে। গুড অলরাউন্ডার পারফরম্যান্স। ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিয়েছিল। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার ভালো বল করে উইকেট নিতে পারলে পরবর্তীতে ভালো করার সুযোগ আরো বেশি থাকে। আমাদের বোলাররা শুরুতে ভালো বল করায় ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।’

ঢাকায় প্রথম পর্ব জয় দিয়ে শেষ করেছে ঢাকা। ঢাকা ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

  • ভারতে নোট বাতিলকে কেন্দ্র করে দাঙ্গার আশঙ্কা আদালতের
  • দুর্নীতির বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ
  • আইএসে যোগ দিতে সিরিয়ায় গেছে বাংলাদেশি এক পরিবার
  • সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে .. .সৈয়দ একরামুজ্জামান
  • সঞ্জয়কে ডিভোর্স দিচ্ছেন না কারিশমা!
  • গলা থেকে মাছের কাঁটা নামানোর ৬ উপায়
  • অর্ধেকের বেশি গার্মেন্টে ঈদের বেতন ঘোষিত সময়ে হয়নিঅর্ধেকের বেশি গার্মেন্টে ঈদের বেতন ঘোষিত সময়ে হয়নি
  • সরকারের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে
  • গোলাপের লাচ্ছি মন কাড়বে সকলের
  • বাঞ্ছারামপুরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার
  • স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে শারাপোভা
  • মুম্বাইকে ১০ রানে হারাল দিল্লি

এ জাতীয় আরও খবর

  • ভারতে নোট বাতিলকে কেন্দ্র করে দাঙ্গার আশঙ্কা আদালতের
  • দুর্নীতির বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ
  • আইএসে যোগ দিতে সিরিয়ায় গেছে বাংলাদেশি এক পরিবার
  • সোনার বাংলা আজ খুনের বাংলায় পরিণত হয়েছে .. .সৈয়দ একরামুজ্জামান
  • সঞ্জয়কে ডিভোর্স দিচ্ছেন না কারিশমা!
  • গলা থেকে মাছের কাঁটা নামানোর ৬ উপায়
  • অর্ধেকের বেশি গার্মেন্টে ঈদের বেতন ঘোষিত সময়ে হয়নিঅর্ধেকের বেশি গার্মেন্টে ঈদের বেতন ঘোষিত সময়ে হয়নি
  • সরকারের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে
  • গোলাপের লাচ্ছি মন কাড়বে সকলের
  • বাঞ্ছারামপুরে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার
  • স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে শারাপোভা
  • মুম্বাইকে ১০ রানে হারাল দিল্লি