g সরাইলে সরকারের উন্নয়ন, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে সরকারের উন্নয়ন, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৯, ২০১৬

---

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে প্রধানমন্ত্রী কর্তৃক মাঠ পর্যায়ের সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর সরাসরি ওই ভিডিও কনফারেন্সটি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লোকজন অত্যন্ত আগ্রহ ভরে উপভোগ করেছেন। এ কনফারেন্সে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারি কমিশনার (ভূমি) মৌসুমি বাইন হিরা ও সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিনা আকতার বেগম।

এ ছাড়া উপজেলার সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন ও জঙ্গীবাদ বিষয়ের উপর বক্তব্য রাখেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন, মোঃ ছাদেক মিয়া, সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সুকের নির্বাহী পরিচালক মমিন হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী ও ন্যাপ নেতা আবদুল জব্বার। সকাল ১১টায় শুরু হয় প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান। প্রধানমন্ত্রী সরাইলের তৃণমূল পর্যায়ের লোকজনের উদ্যেশ্যে তার সরকারের আমলে শিক্ষা চিকিৎসা অবকাঠামো ও প্রশাসনিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সরাসরি ভিডিও’র মাধ্যমে জঙ্গীবাদের হামলা আগুন গাড়ি ভাংচুর ও মানুষ হত্যার বিভৎস চিত্র প্রদর্শন করা হয়। জঙ্গীবাদ দমনে তার সরকারের সাফল্যও তুলে ধরেন তিনি। সবশেষে সরকার পরিচালনায় জনগণের সহায়তা ও দোয়া চান প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর