g আজ ট্রাম্পের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত ভোট , হিলারিও হতে পারেন প্রেসিডেন্ট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

আজ ট্রাম্পের ভাগ্য নির্ধারণে চূড়ান্ত ভোট , হিলারিও হতে পারেন প্রেসিডেন্ট

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১৯, ২০১৬

---

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট আজ। প্রায় ৩২ কোটি জনগণের ৫৩৮ জন প্রতিনিধি অথবা ইলেকটোরাল কলেজের সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। তাদের ভোটেই চূড়ান্ত হবে কে হবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
ক্যাম্পেইনের শুরু থেকেই একের পর এক প্রশ্নের মুখোমুখি ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৮ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জনগণের প্রায় ৩০ লাখ ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের ভোট পেয়েছেন মাত্র ২৩২টি।
অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩০৬টি ইলেকটোরাল ভোট। নিয়ম অনুযায়ী ট্রাম্পই হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের মন্ত্রিসভায় বিতর্কিত লোকদের মনোনয়ন এবং মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগে পরিস্থিতি কিছুটা বদলে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
কংগ্রেসের অধিবেশনে ইলেকটোরাল কলেজ ভোটের ফল উপস্থাপন করা হবে। সেক্ষেত্রে মাত্র ৩৮ জন ইলেকটর যদি হিলারির পক্ষে ভোট দেন তবে তার ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়াবে ২৭০। এতে উল্টে যাবে সব হিসাব নিকাশ। ডেমোক্র্যাট নেতা হিলারিই হয়ে যেতে পারেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনের ফল পরিবর্তন হলে ১৪০ বছরের মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলার মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। তবে ভোটর সর্বশেষ ফল পেতে অপেক্ষা করতে হবে ৩ জানুয়ারি পর্যন্ত।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর