মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

‘সৎ-মেধাবীদের রাজনীতিতে আসতে হবে’

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৩, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মেধাবী, সৎ ও সুশিক্ষিত লোকদের আওয়ামী লীগের রাজনীতিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 


শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আমন্ত্রণ জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মেধাবী ও সৎ লোকদেরকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। রাজনীতি মেধাবী করতে হলে, পরিচ্ছন্ন করতে হলে সৎ লোকদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। খারাপ লোকদের রাজনীতি করার সুযোগ দেবেন না বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই আজকে রাজনীতিতে যদি ভালো লোকেরা না আসে রাজনীতি আরো খারাপ হবে। আজকে যদি খারাপ লোকেরা দেশের এমপি হয়, অসৎ লোকেরা মন্ত্রী হয়, তাহলে দেশ কি ভালো চলবে? মেধাবীরা রাজনীতিতে না আসলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে।

তিনি বলেন, চরিত্রবানরা রাজনীতিতে না আসলে চরিত্রহীনরা দেশ চালাবে। কাজেই আমি বলব- মেধাবীদের, সৎলোকদের, সুশিক্ষিতদের রাজনীতিতে আসা দরকার।

কাদের আক্ষেপ করে বলেন, সবাই বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। কেউ বলে না আমি পলিটিশিয়ান, রাজনীতিক হব। তার মানে রাজনীতি এমন বিষয় যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দ না।

Loading...

তিনি আরো বলেন, তোমরা পরীক্ষার জন্য গাইডবুক নোটবুক পড়ে বিশেষ বিশেষ কয়েকটি বিষয়ের উপর জ্ঞান অর্জন কর; তাতে শিক্ষার উদ্দেশ্য ব্যহত হবে। সেজন্য আমি বলব, শেখ হাসিনা সরকার পরীক্ষার্থী চায় না, শিক্ষার্থী চায়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, তোমরা কি এখানে জীবিকার জন্য লেখাপড়া করছো নাকি জীবনের জন্য লেখাপড়া করছো? তোমরা জীবন গড়তে চাও, নাকি একটি সার্টিফিকেটের জন্য, একটি চাকরির জন্য লেখাপড়া করছো, কোনটা?

তিনি বলেন, আজকে কত সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার অবারিত দুয়ার শেখ হাসিনা খুলে দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

More from my site

  • পাপিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • মহাসড়কগুলোতে আজ থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ
  • ভারতীয় সেনাপ্রধান আসছেন কালভারতীয় সেনাপ্রধান আসছেন কাল
  • চীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারতচীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারত
  • আমার বিরুদ্ধে বিক্ষোভ কীসের জন্য?আমার বিরুদ্ধে বিক্ষোভ কীসের জন্য?
  • ‘প্রাণনাশের হুমকির কারণে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি’

More from my site

  • পাপিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • মহাসড়কগুলোতে আজ থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ
  • ভারতীয় সেনাপ্রধান আসছেন কালভারতীয় সেনাপ্রধান আসছেন কাল
  • চীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারতচীনকে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে আপন করলো ভারত
  • আমার বিরুদ্ধে বিক্ষোভ কীসের জন্য?আমার বিরুদ্ধে বিক্ষোভ কীসের জন্য?
  • ‘প্রাণনাশের হুমকির কারণে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি’